সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক নারীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় হামেদা খাতুন (৫৫) নামে ওই নারী রক্তাক্ত ও গুরুতর জখম হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার বুধহাটা গ্রামে। আহত হামেদা খাতুন ওই গ্রামের মৃত অজেদ আলির স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী একটি পক্ষের সাথে হামেদা খাতুনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হামেদা খাতুনের অবস্থা গুরুতর এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে। তারা এই ন্যক্কারজনক হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “ঘটনাটি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।