আপনি শহরে থাকেন, অথচ গ্রামের পৈতৃক সম্পত্তির হালহকিকত জানেন না—এমন সমস্যা এখন অনেকেই ভোগ করছেন। নিয়মিত খোঁজখবরের অভাবে অনেক সময় জমি চলে যাচ্ছে অন্যের দখলে। বিশেষ করে শহরে বড় হওয়া নতুন প্রজন্মের জন্য এই বিষয়টি হয়ে দাঁড়িয়েছে আরও কঠিন।
এই সমস্যার সহজ, নির্ভরযোগ্য ও আধুনিক সমাধান নিয়ে এসেছে বাংলাদেশ সরকারের ই-পর্চা সেবা। এখন ঘরে বসেই জানা যাচ্ছে বাবা, দাদা বা নানা-নানীর নামে দেশের কোথায় কত জমি আছে। আর তার জন্য প্রয়োজন শুধু একটি স্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ।
🔍 কীভাবে ব্যবহার করবেন
গুগলে গিয়ে “e-porcha” লিখে সার্চ দিন এবং https://www.e-porcha.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
📄 শুধু তথ্য নয়, মিলবে সার্টিফায়েড কপিও
ই-পর্চার মাধ্যমে শুধু জমির তথ্যই নয়, এখান থেকেই সার্টিফায়েড কপির অনলাইন আবেদন করাও সম্ভব। ফলে আর ভূমি অফিসে দৌড়ঝাঁপ, দালালের ঝামেলা কিংবা অহেতুক হয়রানি পোহাতে হবে না। এতে বাঁচবে সময়, টাকা এবং বাড়বে স্বচ্ছতা।
🏛️ স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনায় সরকারের যুগান্তকারী পদক্ষেপ
ভূমি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ডিজিটাল প্রকল্পগুলোর একটি বড় সাফল্য এই e-porcha.gov.bd। দেশের ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা আনতেই এ উদ্যোগ।
🕵️♂️ আজই জানুন আপনার জমির প্রকৃত চিত্র
আপনি যদি এখনো না জানেন—আপনার বা আপনার পূর্বপুরুষের নামে কোথায় কত জমি রয়েছে, তাহলে আর দেরি নয়। এখনই ভিজিট করুন
👉 www.e-porcha.gov.bd। আপনার সম্পদের প্রকৃত চিত্র জেনে নিন সম্পূর্ণ ঝামেলাহীন উপায়ে।