• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

জমির খোঁজ আর দালাল নয়—ই-পর্চায় দেখুন সম্পত্তির তথ্য

লেখক : / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

add 1

আপনি শহরে থাকেন, অথচ গ্রামের পৈতৃক সম্পত্তির হালহকিকত জানেন না—এমন সমস্যা এখন অনেকেই ভোগ করছেন। নিয়মিত খোঁজখবরের অভাবে অনেক সময় জমি চলে যাচ্ছে অন্যের দখলে। বিশেষ করে শহরে বড় হওয়া নতুন প্রজন্মের জন্য এই বিষয়টি হয়ে দাঁড়িয়েছে আরও কঠিন।

এই সমস্যার সহজ, নির্ভরযোগ্য ও আধুনিক সমাধান নিয়ে এসেছে বাংলাদেশ সরকারের ই-পর্চা সেবা। এখন ঘরে বসেই জানা যাচ্ছে বাবা, দাদা বা নানা-নানীর নামে দেশের কোথায় কত জমি আছে। আর তার জন্য প্রয়োজন শুধু একটি স্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ।

🔍 কীভাবে ব্যবহার করবেন 

গুগলে গিয়ে “e-porcha” লিখে সার্চ দিন এবং https://www.e-porcha.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

  • মেনু থেকে ‘খতিয়ান অনুসন্ধান’ অপশনটি নির্বাচন করুন।
  • বিভাগ, জেলা, উপজেলা ও মৌজার নাম সিলেক্ট করুন।
  • খতিয়ানের ধরন নির্বাচন করুন—CS, SA, RS অথবা BS (একবারে একটি)।
  • খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম অনুযায়ী অনুসন্ধান করুন। বাবার বা দাদার নাম দিয়েও খোঁজ করা সম্ভব।
  • সঠিক ক্যাপচা কোড দিয়ে ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করলেই পাওয়া যাবে জমির বিস্তারিত তথ্য।

📄 শুধু তথ্য নয়, মিলবে সার্টিফায়েড কপিও

ই-পর্চার মাধ্যমে শুধু জমির তথ্যই নয়, এখান থেকেই সার্টিফায়েড কপির অনলাইন আবেদন করাও সম্ভব। ফলে আর ভূমি অফিসে দৌড়ঝাঁপ, দালালের ঝামেলা কিংবা অহেতুক হয়রানি পোহাতে হবে না। এতে বাঁচবে সময়, টাকা এবং বাড়বে স্বচ্ছতা।

🏛️ স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনায় সরকারের যুগান্তকারী পদক্ষেপ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ডিজিটাল প্রকল্পগুলোর একটি বড় সাফল্য এই e-porcha.gov.bd। দেশের ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা আনতেই এ উদ্যোগ।

🕵️‍♂️ আজই জানুন আপনার জমির প্রকৃত চিত্র

আপনি যদি এখনো না জানেন—আপনার বা আপনার পূর্বপুরুষের নামে কোথায় কত জমি রয়েছে, তাহলে আর দেরি নয়। এখনই ভিজিট করুন

👉 www.e-porcha.gov.bd। আপনার সম্পদের প্রকৃত চিত্র জেনে নিন সম্পূর্ণ ঝামেলাহীন উপায়ে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ