আজ ও নাকি ঠাণ্ডা পড়বে বলল কাকু এসে
ভর কুয়াশায় ডাকবে নাকি পুরো বাংলাদেশে
তাইনা শুনে ছোট্ট কাকি শোয়ার ঘরে গিয়ে
পড়লো শুয়ে হম্বিতম্বি কাঁথা কম্বল নিয়ে।
করবে না আর গোসল আজকে করবে না আর রান্না
রান্না করার কথা বললে করবে কাকি কান্না,
বলে দিছে ছোট্ট কাকুর ডাক দিও না উঠতে
ভয় দেখালো ছোট্ট কাকির লাগবে না সময় ফুটতে।
নাওয়া খাওয়া ছেড়ে কাকি ঘুম পারিবে সারাটাদিন
ভাঙবে নাতো শীতের ঘুম যতই বাজাও বিষের বীণ
ঠাণ্ডা কাকির ভাল্লাগেনা কাঁপতে কাঁপতে যায় প্রাণ
লেপ তোশকে শুয়েও কাকি দাঁত কাঁপিয়ে গায় গান।
সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে শীত পড়িবে আরো বেশি
শুনার পরেই ছোট্ট কাকির হয়ে গেছে ঠাণ্ডা কাশি।
জ্বর এসেছে অল্প স্বল্প ডর পেয়েছে ঢের
আসবে কাকি ঘরের বাইরে রোদ উঠিলে ফের।