সবুজে মোড়া শান্ত এক গ্রাম,
ধানের মাঠে বাজে প্রকৃতির গান।
ভোর হলে সূর্য ওঠে, শুরু হয় কাজ,
কৃষক চলে মাঠে, কাঁধে থাকে লাঙ।
মাটির গন্ধে গড়া তার প্রাণ,
ঘামে ভেজা কৃষক বয়ে আনে আহার-জ্ঞান।
বীজ বোনে, জল দেয়, দেখে স্বপ্ন ধান,
আকাশের মেঘেও খুঁজে সে স্নেহের টান।
হলুদ সরিষার গন্ধে মেশা হাওয়া,
তিল, আখ আর সবজি—সবাই তার চাওয়া।
শ্রমেই গড়া কৃষকের সংসার,
কিন্তু শহরে তার কদর যেন হারায় বারংবার।
কোনো দিন ঝড়, কোনো দিন বন্যা,
তবু সে হাসে, হারায় না আশা।
এই কৃষকই জাতির খাদ্য-জনক,
তার ঘামেই গড়ে উঠে বাঙালির সুখ।
তাই কৃষকের মেহনত করো সম্মান,
তার হাতে গড়া এ দেশের সোনালী প্রাণ।