• আজ- মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

গ্রামীণ সড়ক ধ্বংসের দায়ে অবৈধ ড্যাম্পার ও দাপটের রাজনীতির শাস্তি জরুরি

লেখক : / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

add 1

একটি উন্নয়নশীল দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো তার অবকাঠামো—বিশেষ করে গ্রামীণ অবকাঠামো। আর এই অবকাঠামোর প্রাণ হচ্ছে সড়ক ব্যবস্থা। কিন্তু সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের ঘটনা প্রমাণ করে, কীভাবে রাজনৈতিক প্রভাব ও অবৈধ ব্যবসার দৌরাত্ম্যে সেই অবকাঠামো ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে।

স্থানীয় যুবলীগ নেতা বাবলু রহমান এবং তার সহযোগী ময়না মেম্বারের নেতৃত্বে চলা অবৈধ মাটি ব্যবসা ও ড্যাম্পার ট্রাক চলাচলের কারণে ছয়ঘরিয়া টু আখড়াখোলা সড়ক আজ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিমেন্ট কংক্রিটে নির্মিত একটি গ্রামীণ সড়ক দিনের পর দিন ১০-১২টি ভারী ড্যাম্পার ট্রাকের চাপে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অথচ এর বিরুদ্ধে কোনো কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

বাবলুর মতো প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দম্ভ এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা সাধারণ মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করছে। এলাকাবাসী বারবার অভিযোগ করলেও, সংশ্লিষ্ট দপ্তরগুলি কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সাংবাদিকরা পর্যন্ত পরিস্থিতি সরেজমিনে দেখে এলেও বাবলুর প্রভাবের কারণে কেউ প্রতিবেদন প্রকাশ করার সাহস পাননি। এটি শুধু দুঃখজনকই নয়, বরং এক ভয়ঙ্কর বার্তা দেয়—যেখানে দখলদারিত্ব ও ক্ষমতার জোরে আইনের শাসনকে অবজ্ঞা করা হচ্ছে।

এই ঘটনার আরও ভয়াবহ দিক হলো, অবৈধ ড্যাম্পারগুলো চালাচ্ছে অপ্রাপ্তবয়স্ক বা অদক্ষ চালকরা। এটি শুধু অবৈধই নয়, বরং জননিরাপত্তার জন্য সরাসরি হুমকি। শিশু চালকদের হাতে এই বিশালাকৃতি যানবাহন তুলে দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ।

আমরা মনে করি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হোক। অবৈধভাবে গ্রামীণ সড়কে ড্যাম্পার ট্রাক চলাচল বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা এমন দখলবাজদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সরকার যখন গ্রাম পর্যায়ে উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের কথা বলছে, তখন এমন অবহেলা ও ক্ষমতার অপব্যবহার সেই সব উন্নয়ন উদ্যোগের প্রতি কটাক্ষ হয়ে দাঁড়ায়। আইনের শাসন নিশ্চিত করতে এবং জনগণের ভোগান্তি লাঘবে এ বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ