ঢাকা: গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ উত্তরা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা ১১ নম্বর সেক্টরের মমতাজ ভিলায় অনুষ্ঠিত হলো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, অভিনেতা ও কবি এবং পরিষদের সভাপতি এটিএম ফারুক আহমেদ ও তাঁর সহধর্মিণী মারজান ফারুক আহমেদের ৪৫তম বিবাহবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। আবৃত্তি, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা, ফুলেল শুভেচ্ছা, উপহার প্রদান, কেক কাটা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন পরিপূর্ণতা পায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন উত্তরা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব (অব.) গ্রুপ ক্যাপ্টেন ইদ্রিস আলী, সহ-সভাপতি ও সংগীতশিল্পী মেজর (অব.) পলক রহমান, সংগীতশিল্পী লিজি আহমেদ, কবি নুরুল হক, সাংবাদিক ও সাতক্ষীরা কালিগঞ্জ গাংচিল শাখার সভাপতি সুকুমার দাশ বাচ্চু, ছন্দের কবি শাহী সবুজ, রোটারিয়ান সৈয়েদ আনিসুর রহমান, সংগীতশিল্পী লিপি এবং আরও অনেক লেখক, কবি, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সুকুমার দাশ বাচ্চু জানান, “আমি সাতক্ষীরা কালিগঞ্জ শাখার সভাপতি হিসেবে এই আনন্দঘন আয়োজনে সম্মানিত অতিথি হয়ে থাকতে পেরে সত্যিই গর্বিত।” অনুষ্ঠান শেষে কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। সবশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি খান আখতার এবং ডিএসবি জার্মান ভাইকে, যাঁদের অবদান এই সফল আয়োজনের পেছনে অনস্বীকার্য।
গাংচিল উত্তরা শাখা