কবিতা
ইচ্ছে করে
জলরঙে আঁকি নক্ষত্রের খোঁপা।
স্বপ্ন দেখি
প্রিয়দর্শিনীর সিঁথিতে সিঁন্দুর পরাই।
ফুলের মালা
এলোমেলো চুলের খোঁপায় বেঁধে দিই।
খোঁপার গন্ধে
মাতাল হয়ে নিজেকে হারাই প্রেম লীলায়।
চেয়ে দেখি
একি কাণ্ড!
বিরাট নীলাভ খোঁপা নিয়ে নারী
মেঘকালো চুল ছড়িয়ে সূর্যটাকে ঢাকে।