কবিতা
খোকন রে তুই- করিস কিরে
একলা ঘরে বসে
পাশ গাঁয়েরা- বলছে যা-তা
খবর রাখিস চষে ?
এবার খেলায়- মোদের নাকি
ঘোল খাওয়াবে ওরা
জবাব দিতে- হবে যাদের
ধরার জ্ঞান ঐ সরা ।
যাহোক ত্বরা- চল মাঠেতে
প্রাকটিসেতে নামি
কাপটা পেতে- রইবোনা আর
কঠিন শ্রমে থামি ।
তিন গাঁয়ের এই- ফুটবলেতে
জিততে মোদের হবে
তবেই সুনাম- এইনা গাঁয়ের
আগের মতন রবে ।