আজ আমাদের সমাজে ঘটছে কী?
দিনে দিনে হারিয়ে যাচ্ছে খালি খেলার মাঠ।
কেউ আর যায় না এখন মাঠে খেলতে,
আমরা কি এ জন্য দায়ী নই?
অবশ্যই দায়ী!
দিনে দিনে গড়ে উঠছে নতুন বাড়ি,
নতুন দালান-কোঠা।
বাচ্চারা খেলবে এখন কোথায়?
মোবাইল চালাতে চালাতে কেটে যায় সময়—
এইভাবে আর কতদিন?
অনেক হয়েছে!
আসুন, আমরা এই দালান-দালালদের হাত থেকে
আমাদের খেলার মাঠ রক্ষা করি।
বাচ্চাদের ফিরিয়ে দিই খেলাধুলার পরিবেশ,
তৈরি করি খেলার উপযোগী সুন্দর এক পরিবেশ।