খুলনায় এক রাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টা ও সাড়ে ১২টার মধ্যে খুলনার সোনাডাঙ্গা ও রূপসা উপজেলায় এই দুটি ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের পেছনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন গোলাম (২৫)। তিনি হরিণটানা থানার ময়ূর ব্রিজ এলাকার মো. আলী হোসেনের ছেলে। রাত সাড়ে ১২টার দিকে তাকে ছুরিকাঘাত করা হলে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ দু-তিনজনকে আটক করেছে বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই হাসান।
অন্যদিকে, রূপসা উপজেলার মোছাব্বতপুর এলাকায় রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা রনি (৩৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করে। তিনি আইচগাতি মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। রনির বাবা জানান, এক বছর আগে তার ছোট ছেলেও দুর্বৃত্তদের হাতে নিহত হন।