আবু সাঈদ (রকিব)
আজো পথ চেয়ে থাকি
সে রাহে দাঁড়িয়ে দু,হাত বাড়িয়ে
বারে বারে মারি উঁকি ।
চির চেনা সে পথে আমি একাকার
এ-পথ হেরিবে কি আর ?
বলেছিলে তুমি আসবে ফিরে
তো আর কত দিন বাকি ?
চারিদিকে যাহা দেখি
সবই তো মিথ্যে মায়া হেরি
বেলা শেষে তাই সব ত্যাগীয়া
একাকীত্বেই থাকি ।
তুমি এসে গেছো একাকী !
চলো তবে খানিকটা পথ চলি
বাকি কথা গুলো বলি
ভালোবেসে খানিকটা হাতে হাত দুটো রাখি ।
অপরুপ মায়াবী আঁখি
হৃদয়ের স্মৃতিপটে বেঁধে রাখি
তোমার হিয়ার গন্ধ
আমার সর্ব শরীরে মাখি ।
ঐ দেখো দূরে তাকি
ভুবন সেজেছে পাখি
গগনে মেলেছে ডানা
আঁধার নামিবে বুঝি !!
তাইতো ! আম্বরখানি মেঘাচ্ছন্নে গেছে ঢাকি !
ভয় পেয়ো না একাকী !!
তোমার হাত যে আমার হাতেই বাঁধা
এইতো এখন নীরে ফিরিবার পালা
আর মাত্র খানিকটা পথ বাকি ।