• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

কোরবানি ঈদ শেষ

আহমেদ সাব্বির / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫
sahityapata24

add 1

কোরবানি ঈদ শেষ, শুয়ে গেছি খাটে
হাটে হাটে হেঁটে হেঁটে বিষ গাঁটে গাঁটে।
পিঠে ব্যথা, পেটে ব্যথা, নিস্তেজ পেশি
ঘাড়ত্যাড়া গরুগণ রগচটা বেশি।
গরু কিনে বউ খুশি, বাচ্চারা খুশি
খাস দিলে গিলেছে সে ঘাস খড় ভুসি।
ঈদে তাই জুটল না পাঞ্জাবি চটি
সাফ করে গেছি রোজ তাল তাল পটি।
কোরবানি দিতে গিয়ে লোকবল ছাড়া
চিৎ করে শোয়াতেই গরু হয় খাড়া।
গরুটা যে কত ঢং মশকরা জানে
নিজে শোয়, সেইসাথে আমাকেও টানে।
জবাইয়ের পরে মূল কসরত শুরু
চামড়া ছিলতে গিয়ে বুক দুরু দুরু!
এই বুঝি ফেটে যায় ফেঁসে যায় ভুঁড়ি
চাপাতির কোপ খায় তেঁতুলের গুঁড়ি।
কুপিয়ে গোশত হাড় কসাইয়ের মতো
শরীর শয্যাশায়ী ক্ষত বিক্ষত।
টন টন করে পিঠ কাত হয়ে শুলে
পাল্লা পোড়েন ধরে হাত গেছে ফুলে।
কোরবানী মানে ত্যাগ, বুঝিয়াছি লেটে
কুঁই! কুঁই! ক্রন্দনে ঈদ যায় কেটে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ