না, কোরবানির মাংস পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না।
শরিয়তের দৃষ্টিতে এর ব্যাখ্যা:
-
কসাই বা সাহায্যকারীকে পারিশ্রমিক দিতে হলে তা নগদ অর্থ, কাপড় বা অন্য কোনো বস্তু দিয়ে দিতে হবে।
-
কোরবানির পশুর কোনো অংশ—যেমন মাংস, চামড়া, হাড়, চর্বি—পারিশ্রমিক হিসেবে দেওয়া শরিয়তসম্মত নয়।
প্রমাণ:
-
ফিকহের কিতাব ‘কিফায়াতুল মুফতি’ (৮/২৬৫)-এ বলা হয়েছে:
“কোরবানির পশু জবাইয়ের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ, তবে কোরবানির কোনো অংশ দিয়ে নয়।”
-
বাদায়েউস সানায়ে (৫/৮১), দুররে মুখতার (৬/৩২৯), ফাতাওয়া হিন্দিয়া (৫/৩০১) ইত্যাদি কিতাবেও একই বিধান রয়েছে।
কোরবানির মাংস বা চামড়া দিয়ে কসাইয়ের মজুরি দেওয়া নাজায়েজ। চাইলে কোরবানির পর কসাইকে হাদিয়া হিসেবে কিছু মাংস আলাদাভাবে দেওয়া যেতে পারে, তবে সেটা পারিশ্রমিক হিসেবে নয়, নিছক উপহার হিসেবে।
কোরবানি একটি পবিত্র ইবাদত, তাই এতে শরিয়তের সীমা লঙ্ঘন করা উচিত নয়। কসাই বা সাহায্যকারীকে তাদের পরিশ্রম অনুযায়ী অন্যভাবে পারিশ্রমিক দেওয়া ফরজ হক, কিন্তু তা কোরবানির অংশ দিয়ে দেওয়া হারাম।