• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

কুশখালি সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

আব্দুর রহমান / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
নারী-পুরুষ
সাতক্ষীরা সদর থানা

add 1

সাতক্ষীরা: কুশখালি সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ। বুধবার (১৮ জুন) রাতে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, এসব ব্যক্তি বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে আটক করে। পরে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, ৩ জনকে রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদেরও পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ তিনি আরো বলেন, পুশইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ