সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে র্যাব। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে র্যাব-৬-এর একটি দল। র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভারত থেকে ফেনসিডিল এনে ঢাকায় পাচারের প্রস্তুতি চলছিল। এ সময় বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।’ আটক তিনজন হলেন—জাহাঙ্গীর হোসেন (৩৮), কালিগঞ্জ উপজেলার ব্রজপাটুলি গ্রামের বাসিন্দা; কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), খামারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে; ও নৈশপ্রহরী অমল সরকার (৫৫), শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব-৬-এর সদস্য ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।