কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক মামলার এক আসামি ও এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই ২০২৫) পুলিশের এ অভিযান পরিচালিত হয়। সাতক্ষীরা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক নির্দেশনায় এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ তারিকুর রহমান শুভ ও এএসআই (নিঃ) মোঃ আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ ইকরামুল হক (৩৪), পিতা: মোঃ আবুল কাশেম, সাং: যুগিপুকুরিয়া, থানা: পাটকেলঘাটা।
২। মোঃ আবু রায়হান, পিতা: সোলেমান দফাদার, সাং: কাকডাঙ্গা, থানা: কলারোয়া।
উভয়ের বাড়ি সাতক্ষীরা জেলায়।
গ্রেফতারকৃতদের মধ্যে ইকরামুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং আবু রায়হান দীর্ঘদিন ধরে আদালতের সিআর পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। অভিযানের সময় ইকরামুল হকের নিকট থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।