যে যা বলে বলুক ভাই
তাতে কি আসে যায়,
সত্যের পথে আমি চলবো।
গলে যদি ফাঁস লাগে
জ্যান্ত কে লাশ লাগে,
সেকথা অকপটে বলবো।
আমি যদি থেমে যাই
তাতে কি আসে যায়,
এ পথের সীমান্তে লড়বো।
চুপ করে আছি বলে
ভেবোনাকো ভীতু মোরে,
অন্যায়ের প্রতিবাদ করবো।
সবে করে খাইখাই
তাতে কি আসে যায়,
এ বুকে বারুদ ভরবো।
রাজপথের স্লোগানে
কলমের আহবানে,
দেশটাকে স্বাধীন করবো।