দেশে আবারও দেখা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন। ভারতসহ পার্শ্ববর্তী কিছু দেশে অমিক্রনের উপধরন— LF.7, XFG, JN-1 ও NB 1.8.1—দ্রুত ছড়াচ্ছে। বাংলাদেশেও এই ধরনগুলোর প্রভাব পড়তে শুরু করেছে। সম্প্রতি শনাক্ত হয়েছে XFG, আর এক ব্যক্তির মৃত্যু ঘটেছে করোনাজনিত কারণে।
এই পরিস্থিতিতে, স্বাস্থ্য অধিদপ্তর জরুরি প্রয়োজন ছাড়া ভারতসহ ঝুঁকিপূর্ণ দেশে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে।
🔎 দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে চলছে:
✔️ হেলথ স্ক্রিনিং
✔️ থার্মাল স্ক্যানিং
✔️ নজরদারি জোরদার
🛡️ স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন:
নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে ভুলবেন না
মাস্ক পরুন, বিশেষ করে জনসমাগমে
হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখুন
চোখ, নাক ও মুখে অপ্রয়োজনে হাত দেবেন না
আক্রান্তদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন
😷 সন্দেহভাজন রোগীর জন্য করণীয়:
অসুস্থ হলে ঘরেই থাকুন
গুরুতর উপসর্গে চিকিৎসকের পরামর্শ নিন
রোগীর মাস্ক নিশ্চিত করুন
প্রয়োজনে আইইডিসিআর হটলাইন: ০১৪০১-১৯৬২৯৩
🧳 ভ্রমণে যাচ্ছেন? আবার ভাবুন। নিজের ও অন্যের সুরক্ষায় সতর্কতা অবলম্বন করুন।
📌 সাহিত্যপাতা আপনাদের সুস্থতা ও সচেতনতার পাশে।
#করোনা #স্বাস্থ্যবার্তা #নতুনধরন #সতর্কতা #সাহিত্যপাতা