• আজ- মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

পাঠকের চাহিদা বুঝে কন্টেন্ট সম্পাদনা করুন

আব্দুর রহমান / ২৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

add 1

গত দুই দশক ধরে, সারা পৃথিবী দ্রুত গতিতে ডিজিটাল রুপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে চেষ্টায় ভালো মানের কন্টেন্ট লেখা অত্যন্ত কঠিন ও কষ্টসাধ্য কাজ। কন্টেন্ট লেখা শেষ হলে তা নিজে নিজে বার বার পড়ুন। কোনো জায়গায় খটকা লাগলে বা এডিট করার প্রয়োজন থাকলে সে অংশে পরিবর্তন আনুন। আপনি যখন আপনার লেখা কন্টেন্ট বার বার পড়বেন তখন দেখবেন, নতুন আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। পড়ার সময় যদি দেখেন, কোন তথ্য বা পয়েন্ট যদি মিস হয়ে যায়, তাহলে সেটা কন্টেন্টে অ্যাড করুন। প্রয়োজনে কন্টেন্ট লেখা শেষে নিজেকে অডিয়েন্সের জায়গায় রেখে বার বার পড়ুন। যতক্ষণ পর্যন্ত না নিজে পরিষ্কারভাবে নিজের কন্টেন্ট বুঝতে পারছেন বা নিজে সেটিসফাইড হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত বার বার পড়ুন, প্রয়োজনে শতবার এডিট করুন। আরও সময় দিয়ে কাজ করুন। আপনি যে সকল অডিয়েন্সকে টার্গেট করে কন্টেন্ট লিখেছেন, আপনার পরিচিতর মধ্যে সেরকম কেউ থাকলে তার মতামত গ্রহণ করুন। এটি আপনাকে সঠিক ও স্বচ্ছ একটি ধারণা দিতে সাহায্য করবে। কোন কাজ প্রথমবারেই শতভাগ সফল বা সঠিক হওয়া সহজ বিষয় নয়। অধ্যবসায় এবং চর্চার মাধ্যমেই আসে প্রকৃত সফলতা। আর কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনার চর্চার কোন বিকল্প নেই। যত চর্চা করবেন আপনার জন্য কাজটা ততই সহজ হবে। আরো তত নতুন নতুন আইডিয়া নিজের মধ্যে থেকে বের হবে। এতে করে নিজস্ব একটা স্টাইল চলে আসবে। তাই ধৈর্য ধরে লেখালেখি চালিয়ে যেতে হবে। তাহলেই আপনি সফল হবেন।

সংশ্লিষ্ট কন্টেন্ট পড়ুন

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৩:২৫)
  • ৫ নভেম্বর, ২০২৪
  • ২ জমাদিউল আউয়াল, ১৪৪৬
  • ২০ কার্তিক, ১৪৩১ (হেমন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT