কথায় কথায় রাজপথ উত্তাল,
এ দাবি ও দাবি দাবির নাই শেষ।
শাহবাগ, যমুনা রাস্তা অবরুদ্ধ
তোমরা বোঝনা জনগণ এসবে ক্ষুব্ধ ।
এত বাড়াবাড়ি এত মারামারি,
এত হুড়াহুড়ি দেখে ভাল লাগেনা।
আমরা জনগণ শান্তি চাই!শান্তি চাই!
একটু শান্তিতে বাঁচতে চাই।
আর ভাল লাগেনা রে বন্ধু !
রাজপথ ছেড়ে চল বনে যাই।
বনে বনে ঘুরেঘুরে প্রেম বিলাই ,
অবশেষে বনবাসী হই।