দেশ স্বাধীন হয়েছিল
৩০লাখ শহিদের রক্তের বিনিময়।
স্বাধীনতার ৫২ বছর পর
এসে একি দেখছি?
বাক স্বাধীনতা নেই?
মা-বোন নিরাপদে নেই?
সংখ্যালঘু নিরাপদে নেই?
ডাকাত আতঙ্ক গ্রামে শহরে
হরিলুট করে জনগণের জানমাল।
হত্যা,খুন,গুম,অন্যায়-অত্যাচারে
ছেয়ে গেছে পুরো দেশ।
বাজার সিণ্ডিকেট
এক টাকার জিনিস দশ টাকা
দেখার মানুষ নাই।
অফিস আদালতে দুর্নীতি
ঘুষের টাকা নাকি মিষ্টি
এর প্রতিকার কি?
বে কে? প্রশাসন নীরব!
স্বাধীনতা অর্জনের চেয়ে
স্বাধীনতা রক্ষা করা কঠিন।
বাংলাদেশ বিনির্মাণে নেমে পড়ো,
হে জনতা স্বাধীনতা রক্ষা করো।
অন্যায় অত্যাচারীর বিরুদ্ধে লড়বো,
সোনার বাংলাদেশ গড়বো।