এলো জৈষ্ঠ্য পাশের বনে পড়লো কি যে সাড়া
আম পেকে টসটস জাম পেকে টসটস মৌমাছিদের তাড়া।
ভ্রমরের গুনগুন পাখিদের গান বেড়ে চলে বেড়ে চলে
ছেলে ও মেয়ে ছুটে চলে সেথা থলে নিয়ে দলে দলে।
খুশিতে বুড়ো মাতোয়ারা হয় যুবক ওঠে গাছে
কাঁঠালটা পেকে ঘ্রাণ যে ছড়ায় জামটা পেকেও আছে!
মাছি ভনভন বাঁদুরের আনাগোনা মৌমাখানো সব
চারিদিকে শুনি বুকে সুখ বুনি জৈষ্ঠ্যের কলরব!
নিয়ে আম জাম নানু বাড়ি যায় ছমিরণ নসিমন
ইয়াবড় কাঁঠাল মাথায় নিয়ে বাজারে ছোটে দুটি বোন।
দুধ আর আমে দুপুরেতে জমে পেটপুরে খাদ্য খাবার
গ্রামে গ্রামে বাজে মাইকেতে গান বিয়ের বাদ্য আবার!
আহা কি মধুর জৈষ্ঠ্যের দিন খুশিতে নাচে হিয়া
এর অবদান তুলনা উপমা দিই বলো কি দিয়া?
এমাসে আমার হয়ে যায় মন কিশোরের মত ভাইরে
কি যে মজা কি আনন্দ আহা নতুন করে ফিরে পাইরে!