চিত্তরঞ্জন সাহা চিতু
এদেশ আমার আকাশ জুড়ে
লক্ষ তারার মেলা,
নদীর জলে লাফালাফি
চলে মাছের খেলা।
এদেশ আমার রাখাল ছেলের
মিষ্টি সুরের বাঁশি,
শিশু কিশোর ভাই বোনেদের
ফোঁকলা দাঁতের হাসি।
এদেশ আমার মায়ের মত
গর্বে ভরে বুক,
দেশের প্রতি তাইতো এত
ভালবাসার সুখ।
এদেশ আমার শিউলি টগর
হাজার ফুলের ঘ্রাণ,
মাঠে মাঠে শষ্য শ্যামল
জুড়াই আমার প্রাণ।