• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

একাকীত্বের প্রহরে অন্তিম নিঃশ্বাস

লেখক : / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

add 1
  • তাইরান আবাবিল

একাকীত্বের প্রহরে অন্তিম নিঃশ্বাস
স্বার্থপর যত বিশ্বাস..
হৃদয়ে কষ্টের নীল শব্দের ঢেউ
দেখেনি যা এখনও কেউ।

সমাধানহীন জীবন অংক..
আকাশে মেঘলা রেখা
নিরবতায় বিরহ শ্রাবণ
রাতের স্তব্ধতায় মৃত মানুষের প্রস্থান যাত্রা..

বিধ্বস্ত হৃদয়ে স্বপ্ন নিঃসাড়..
অপূর্ণতায় সুনিপুণ নিবিড় আলিঙ্গন
রক্তাভ সময়ে বিক্ষত মন।
মৃত্যুর ঘ্রাণে
অমাবস্যার ঘরে জোছনা রাত,
চোখের কোণে লোনাজল..

চরম সত্য –
জীবন শেষে অন্তিম যাত্রা সুনিশ্চিত
না ফেরার দেশে।

অস্হির উন্মাদনায়
হঠাৎ বৃষ্টির নগ্ন নৃত্য..
নরক তান্ডব জ্বলন্ত অগ্নিশিখায়।
নৈঃশব্দ্যে তাই সমাহিত
অপবাদে, ঘৃণায়, তুচ্ছতাচ্ছিল্যে
হাজারো অভিযোগে অভিযুক্ত
প্রাণহীন নিথর দেহ।

প্রকৃতপক্ষে,
নিঃসঙ্গতায় শুধুই শূণ্যতা..
মৃত্যুর অস্তিত্বে যদিও সত্তা বিলীন
তবুও রাখে না যা খবর কেউ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ