• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোচিং ও ফটোকপির দোকান বন্ধের নির্দেশ

আব্দুর রহমান / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
এইচএসসি পরীক্ষা
কোচিং সেন্টার বন্ধ

add 1

আগামী ২৬ জুন ২০২৫ থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও আলিম পরীক্ষা। এ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশে জেলার সকল কোচিং সেন্টার আগামী ২০ জুন থেকে ১৫ আগস্ট ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে।

পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষার দিনগুলোতে সংশ্লিষ্ট কেন্দ্রের আশপাশের সকল ফটোকপির দোকানও বন্ধ থাকবে।

জেলা তথ্য অফিস, সাতক্ষীরা এক বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, পরীক্ষার সময় নকল প্রতিরোধে বিগত কয়েক বছর ধরেই কোচিং সেন্টার ও ফটোকপির দোকান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়ে আসছে। এবছরও সেই ধারাবাহিকতায় একই নির্দেশনা জারি করেছে প্রশাসন।

সাতক্ষীরা জেলা প্রশাসন এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ