এবারের ঈদে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বেড়াতে যান পিরোজপুরের ভান্ডারিয়ায়, তার নানাবাড়িতে। শৈশবের স্মৃতিমাখা গ্রামে কাটান আনন্দঘন সময়। সন্তানদের নিয়ে যান, তারাও উপভোগ করে। বিল ও পুকুরে ঘোরাঘুরি, সাঁতার, গ্রামীণ পরিবেশ উপভোগ করেন। গ্রামের মানুষের সঙ্গে মিশে স্থানীয় ভাষায় কথা বলেন এবং জানান, তারা তাকে এখনো আগের মতোই ভালোবাসেন।
তিনি বলেন, তারকা হয়েও গ্রামের মানুষের কাছে নিজেকে বদলাতে চান না। নানাভাইয়ের কথা স্মরণ করে সবার কাছে দোয়া চান। ঈদের সিনেমা নিয়েও খোঁজ রেখেছেন এবং জানান, ভালো সিনেমার প্রতিযোগিতা বাড়ছে, যা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। নতুন সিনেমা নিয়ে শিগগিরই জানাবেন বলেও জানান পরীমনি।