উনত্রিশ রোজা পূর্ণ করে
ঈদের চাঁদ উঠে,
নারীর টানে বাড়ি যাবে
যাচ্ছে সবাই ছুটে।
ঈদের খুশি ভাগাভাগি
পূর্ণ হলো কিছু!
স্বপ্নটাকে বেঁধে রেখে
ফিরবে কাজের পিছু।
হয়নি দেখা সবার সাথে
ঈদের ছুটি শেষ!
ঈদের আমেজ হয়নি পূরণ
কাটেনি ঈদের রেশ।
ঈদুল ফিতর চলে গেল
শুরু হলো কাজ,
কবে আসবে ঈদের ছুটি
চিন্তা করছি আজ।
ঈদুল ফিতর শিক্ষা দিল
মহিমান্বিত গাথা,
ঈদের শেষে ধরে রাখবে
পারস্পরিক ভাতা।