কবিতা
আজ আমাদের খুশির দিন।
ঈদের খুশিতে মেতে উঠেছে বিশ্বব্যাপী।
রংবেরঙের পোশাক পড়ে,
ছুটছে ছোট বড় সকলে মহা উল্লাসে।
কি আনন্দ? কত মজা হবে।
রান্নাবান্না প্রতি ঘরে, প্রতি গ্রামে,
আনন্দ উড়ছে বাতাসের গায়ে।
সারাদিন চলছে কোলাহল শব্দ,
নামাজ শেষে ফিরবে লোকজন।
পথে মোলাকাত, ভালোবাসা বিনিময়।
পিতা মাতা হারা প্রিয়জন ছাড়া,
রাখে না কেউ তাঁর খবর।
হৃদয় বীণার কাছে হৃদয়হীনার
হৃদয়ের কি বা দাম আছে?
ভরিয়ে উঠুক ঈদ আনন্দ উল্লাসে,
প্রতি হৃদয়ের জীবন বীণার তারে।
ভেসে যাক দুঃখ কষ্ট,
মেতে উঠুক প্রতি প্রাণ।
এই আনন্দঘন মুখর দিবসে।