• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

ইরান-ইসরায়েল উত্তেজনা তুঙ্গে, মিসাইল হামলায় আতঙ্কিত মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

add 1

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের দিকে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে তেল আবিব। এ নিয়ে দেশজুড়ে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সূত্রের দাবি, ইরান থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। তার কয়েকটি ভূপাতিত করা গেলেও আরও কিছু ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। এ নিয়ে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্টোদিকে, পাল্টা জবাবে ইরানের ছয়টি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। হিব্রু ভাষায় সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলায় ইরানের অন্তত ১৫টি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। লক্ষ্যবস্তু ছিল ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের সামরিক অবকাঠামো।

বিশ্লেষকদের মতে, এ ঘটনায় সরাসরি ইরান-ইসরায়েল যুদ্ধের আশঙ্কা প্রকট হয়ে উঠেছে। আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন তাঁরা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ