আমার কেবল ইচ্ছে করে মায়ের পাশে থাকি
বন-বাদাড়ে ঘুরে বেড়াই পাখির সুরে ডাকি।
আমার কেবল ইচ্ছে করে আকাশটাকে ছুঁই
মনের যত দু:খ ব্যথা বৃষ্টি দিয়ে ধুই।
আমার কেবল ইচ্ছে করে সাঁতার কাটি জলে
নির্ভাবনায় মেলতে ডানা ঈগল যেমন চলে।
আমার কেবল ইচ্ছে করে গোলাপ হয়ে ফুটি
দিবানিশি মানুষের ভালোবাসা লুটি।
আমার কেবল ইচ্ছে করে দেশের ছবি আঁকি
ফুল ফসলের ভালোবাসা বুকের ভেতর রাখি।