আষাঢ় মাসে বৃষ্টি পড়ে
টাপুর টুপুর বৃষ্টি পড়ে,
ঝর-ঝর-ঝর কল কলিয়ে বৃষ্টি পড়ে।
নদীর ঘাটে, খালে বিলে,
শহর পথে, গ্রামের পথে বৃষ্টি পড়ে।
টিনের চালে ঝন ঝনিয়ে বৃষ্টি পড়ে,
আষাঢ় মাসে বৃষ্টি পড়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com