আমার এই আমিটাকেই আমি খুশি রাখতে চাই
আমার আমিকে বসন্ত কালে বাসন্তী রঙের শাড়ী পরাতে চাই
পহেলা বৈশাখের বৈশাখী সাজে সাজাতে চাই
ফাল্গুনী রূপে ফুলের মতো টকটকে করে সাজাতে চাই
দগদগে ক্ষত মুছে ক্লান্তি সব ধুয়ে মুছে এক্কেবারে নতুন করে সাজাতে চাই।
পুরনো ক্যালেন্ডারের কষ্টগুলো মনের মণিকোঠায় যত্নে না পুষে নিজেকে পাখির মতো স্বাধীন ভাবে ডানা মেলে বাঁচতে শেখাতে চাই।
আমি এতো স্বার্থপর কেন, জানো তো?
আমার কষ্টে কখনো কাউকে পাইনি,কারো সাহচর্য পাইনি,কক্ষনো না!
আমারও ভালো লাগা মন্দ লাগা বলে কিছু ছিলো তো?
আমিতো আর মাটির পুতুল কিংবা বানের জলে ভেসে আসা খড়কুটো নই,
তবুও আমি তা-ই ছিলাম, হ্যাঁ সেটাই ছিলাম নীরবে নিভৃতে।
আমার চাওয়া পাওয়া বলতে আসলেই কি কিছু ছিলো না?
না,সবই ছিলো কিন্তু পাথর চাপা দিয়ে সবকিছু ধূলিসাৎ করে দেয়া হয়েছিল।
আমি বোবা কিংবা বধির না তো?
তবে ভদ্রতা দেখাতে গিয়ে আমি নিজেকে সেটাই করেছি
নিজেই নিজের বিরাট ক্ষতি করেছি ভীষণ ভাবে।
তাই হয়তো কেউ কেউ আমাকে ওয়ান টাইম টিস্যুতে রূপান্তরিত করার সুযোগ পেয়েছে।
না,না, না,এইসব আর হবে না!
নিজেকে তিলে তিলে শেষ না করে আমি আমার মতো বাঁচতে চাই নতুন করে।
শুধু আমার জন্য, আমাকে খুশি রাখার জন্য আমি যেমন ইচ্ছে তেমন করে মনের আনন্দে বাকীটা পথ পাড়ি দিতে চাই।
হ্যাঁ, আমি, আমার আমিকেই ভীষণ ভালোবাসি।