আমাদের খিলগাঁও
খিলগাঁওবাসীরা
এইখানে দিল দাও।
ভালোবেসে মৃদু করে
বন্ধুকে কিল দাও
একসাথে খেয়েদেয়ে
খাবারের বিল দাও।
রাগ করে থাকবে না
অন্যকে চিল দাও
অভিমান হলে পরে
মনে মনে মিল দাও।
ভালোবাসা পেতে হলে
মনটাকে ঢিল দাও
ভালোবাসা পাবে তুমি
সন্দেহে নিল দাও।
হিংসার দরজায়
বড় করে খিল দাও
প্রতিবেশী ভালোবেসে
চাল ডাল তিল দাও।
আমাদের খিলগাঁও
খিলগাঁওবাসীরা
এইখানে দিল দাও।