ইরান পেরেছে আমরা পারিনি পারবো কীভাবে বলো
আমরাতো আছি খেলাতে মগ্ন জীবন খেলার লাগি
কেউ দেখে আর কেউবা দেখায় কেউবা বেশ্যা মাগী
সিনেমা নাটকে ছিনাল পুরুষে ভরপুর আজি হলো।
ইসরাইলের পাপের শহর তেলাবিবে পাপ যত
সব পাপ নিয়ে আমরা ছুটেছি জীবনের মহাপথে
ওরা পাপী তবু গবেষণা করে ছোটে পরমাণু রথে
তাদের আঘাতে মজলুম জাতি হয় ক্ষত বিক্ষত।
আমাদের আছে ঢাকা ভার্সিটি কলা বিজ্ঞানী বদ
উদ্যান জুড়ে ছেলে মেয়ে ঘোরে গাঁজা, বিড়িতেই বুঁদ
বাসর সজ্জা পেতে বসে থাকে কী যে মর্মন্তুদ
অশ্লীলতার ফাঁদে পড়ে জাতি নীতিকে করেছে রদ।
ওরা পড়ে আছে দুনিয়ার লোভে দুনিয়া ওদের চাই
আমরাতো চাই ইহকালে সুখ পরকালে মওকুফ
কিন্তু চাওয়া কেবলি চাওয়া বাস্তবে নিশ্চুপ
কাজ বাদ দিয়ে অকাজে মগ্ন যৌনতা ছাড়া নাই।
বিনোদন আজ আমাদের সাজ অসুস্থ বিনোদন
পোষাক ছেড়েছে বঙ্গ রমণী অঙ্গ দেখাতে সুখ
অঙ্গ বেচিয়া করছে কামাই ; আহা কী যে উন্মুখ
অসুস্থ জাতি করে খয়রাতি ভালো কাজে নাই মন।
নাই পড়ালেখা নাই গবেষণা আছে শুধু অভিনয়
অশ্লীল গানে নাচে ছেলে মেয়ে খেলাতেও আছে জুয়া
পতিতারা আছে অভাবের দায়ে যোনি হয়ে গেছে কুয়া
ময়লা কুয়াতে বৃত্তশালীরা ক্ষমতার জোরে রয়।
মেধাবীরা তাই ছাড়ছে স্বদেশ কাজের সুযোগ নাই
কেউ কেউ থাকে বাধ্য হয়েই কেউবা নাড়ির টানে
দুর্নীতি করে দেশে দেশে কেউ বাড়ির দলিল আনে
বিশ্ব যখন চলছে এগিয়ে আমরা পিছিয়ে যাই।