মামার বাড়ি যাচ্ছে খোকা
আনন্দেতে নাচে,
এবার নাকি মজা করেই
উঠবে আম গাছে।
আম জাম যে পাড়বে খোকা
ইচ্ছে মতো খাবে।
নিজের বাড়ি আসার বেলা
টোপলা করে নিবে।
লিচুর নেশা ভীষণ তার
কাঁঠাল পাকা গাছে,
জামরুলের স্বাদ যে তার
জিভে লেগেই আছে।
মামার কাছে মামির কাছে
একটু ভালো বেশে,
জ্যৈষ্ঠ মাস থাকবে সে যে
মামার বাড়ি হেসে।