ধরার বুকে খরা
আসে বারে বারে অনিবার
একরোখা, গোয়ার, দুর্নিবার।
সে চিত্ত বদন অতি অস্পষ্ট
তব মম মন ভঙ্গুর করে দেয় ছারখার।
তব জলোচ্ছ্বাস যেন বন্যার বিস্তার,
চাঁদের তীব্র আকর্ষণ, বেড়েছে জোয়ার।
হলাহল থেকে স্রোত এসে ধায়
তবু ক্ষত-বিক্ষত হৃদয় হাসে বারংবার।
মম ভাষাহীন, নির্বাক সুরকার
হৃদ ভাঙা মম অন্তিম চিৎকার।
মম অমোঘ, অটল, খুব অবিচল
তবু প্রণয়ে মৃত্যু অতঃপর আত্মার সংহার।