বাংলাদেশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ৭ জুন (শনিবার) ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির ২৮ মে সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা নিশ্চিত করা হয়। জিলহজ মাস গণনা শুরু হবে ২৯ মে থেকে। ৬ জুন পবিত্র আরাফাতের দিন পালন করা হবে। এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়ায় ২৮ মে চাঁদ দেখা গেছে এবং সেখানে ঈদুল আজহা ৬ জুন।