সরকারের নির্দেশনায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে দলটির নেতাকর্মীদের গ্রেফতারে আর আইনি বাধা নেই বলে জানিয়েছে পুলিশ। আগে গ্রেফতারে দ্বিধায় থাকলেও এখন থেকে গোপনে বৈঠক, মিছিল বা সমাবেশ করলেই সংশ্লিষ্টদের আটক করা যাবে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক-ইউটিউব) আওয়ামী লীগের পক্ষে পোস্ট, মন্তব্য বা কনটেন্ট তৈরি করলেও সাইবার সিকিউরিটি আইনে গ্রেফতার ও মামলা করা যাবে। এমনকি বিদেশে অবস্থানকারী ব্যক্তিরাও এর আওতায় আসবেন বলে জানানো হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পেনাল কোডের ১৮৮ ধারায় এই গ্রেফতার কার্যকর হবে। ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।