যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৭টার দিকে ডহর মশিয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, মাছের ঘের নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘেরের কয়েকটি টংঘরে আগুন দেয়। পুলিশ জানায়, তরিকুল তাঁর সহকারী সুমনকে নিয়ে ডিড সংক্রান্ত আলোচনার জন্য পিন্টু বিশ্বাসের ডাকে ঘেরে যান। সেখানে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তাঁর উপর হামলা চালায়। গুলি ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত ও খুনিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।