নৈবেদ্য রাতের কাছে ভোরের আকুতি
অধরা স্বপ্নের বুকে নৈঃশব্দ্য আর্তনাদ!
ইচ্ছেরা পাখির ডানার মতো চঞ্চল
অথচ পাখির পায়ে শোষকের শৃঙ্খল।
শরতের শুভ্র কাশফুলে রক্তলাল আভা
গোধূলির রঙে রাঙা দিগন্ত জুড়ে,
কষ্টগুলো ফিরে আসে আপন নীড়ে
প্রতিশ্রুতির ডোমঘরে স্বার্থের ব্যবচ্ছেদ।
এই মাটির বুকে আছে প্রাণের স্পন্দন
বুকের ভেতর আছে রংধনু আকাশ,
ফিরে আসে ষড়ঋতু কত না রং নিয়ে
শুধু ভাগ্যটা ঝুলে থাকে অদৃশ্য কার্নিশে!
ধীরে ধীরে মলিন হয় প্রীতির পদচিহ্ন
ভেসে ওঠে ললাটে অবহেলার জলছাপ।