• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

অপেক্ষার প্রহর

লেখক : / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
কবিতা

add 1

নার্গিস আক্তার

বৈশাখের খরতাপ দাহে
ট্রেনের প্রতীক্ষা বড়ই বিড়ম্বনা।
দীর্ঘ ৩-৪ ঘন্টা অপেক্ষা করার
পর ও ট্রেন আসে না।
শুধু প্রতীক্ষা প্রতীক্ষা ।
প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে
শরীর থেকে ঝর্ণাধারার মতো
ঝরছে বিন্দু কণা ঘাম।
মানুষের ছুটোছুটি দৌড়াদৌড়ি
প্রতীক্ষার নাই কোন শেষ।
কখন বাজবে ট্রেনের হুইসেল
উঠবে যাত্রী বিদ্যুৎ গতিতে।
কলকাতা ট্রেন স্টেশন থেকে
ছুটবে চেন্নাই প্রদেশ পথে।
আমি আমার ছেলে আমরা তিনজন
উঠবো একই পথের উদ্দেশ্য গমনে ।
এইতো এলো ট্রেন। ‌
ছুটোছুটি তড়িঘড়ি করে ব্যাগ বোস্কা লয়ে
উঠে পড়েছি বেগতিকভাবে।
পৌঁছাইতে সময় লাগবে একদিন তিন ঘন্টা
এত শত কষ্ট পেরিয়ে সাত সমুদ্র পেরিয়ে
মানুষ আসে তাঁর উদ্দেশ্য সিদ্ধির জন্য।
মানুষ একটা উড়ন্ত পাখি ।
ঘুরতে থাকে গাড়ির চাকার মত।
কত জ্বালা কষ্টের মাঝে
তবুও তাকে যেতে হবে বহুদূরে ।
সীমানা পেরিয়ে দূরপাল্লার ট্রেনে।
অচেনা দেশের পথে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ