• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

অপরাধ দমন, মাদক নির্মূল ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জোরালো আলোচনা

আব্দুর রহমান / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ
আইন শৃঙ্খলা পরিস্থিতি

add 1

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (১৬ জুন) জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। সম্মানিত সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অনলাইন জুয়া, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ, অনিষ্পন্ন মামলার দ্রুত নিষ্পত্তি, মানব পাচার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম, ৩৭ বীর-এর অধিনায়ক ইফতেখার আহমেদ, ৩৩ বিজিবি-এর উপ-অধিনায়ক সাদমান হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জামায়াতের মহিলা সেক্রেটারি জয়নাব পারভীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ। সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ