• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

অপরাধ দমনে গোয়েন্দা নজরদারির উপর জোর সাতক্ষীরা পুলিশ সুপারের

লেখক : / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

add 1

সাতক্ষীরা জেলা পুলিশের এপ্রিল-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তির হার, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামতের হেফাজত এবং অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ট্রাফিক আইন প্রয়োগের বিষয়টিও গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার মনিরুল ইসলাম সভায় বলেন, “জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি আগাম তথ্য সংগ্রহে আরও গুরুত্ব দিতে হবে।” তিনি জেলা পুলিশের সার্কেল অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলামসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারীরা অপরাধ দমনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেলা পুলিশকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ