সাহিত্যপাতা
প্রেম একসময় ছিল সহজ
প্রেম ছিল নারী, নদী ও প্রকৃতির বুকে।
স্বপ্নরা বলাকার মতো ডানা মেলে উড়তো
আকাশে উড়তো সুতোহীন প্রেমের ঘুড়ি।
প্রেম যখন হয়ে ওঠে হিসেবের কষাকষি
তখন একটু একটু করে ভেঙে যায়
আস্থা, প্রত্যাশা, আর চুপ থাকা অভিমান।
তখন প্রত্যাশার অপূর্ণতা
পূরণ হয় না হাজার চেষ্টাতেও।
হঠাৎ করেই দূরত্ব বা বিভক্তি জন্মায় না
তা গড়ে ওঠে প্রতিদিন, প্রতিক্ষণ,
অবহেলার স্তব্ধ ভাষায়,
অব্যক্ত কথাগুলোর দীর্ঘশ্বাসে।
তবুও আমরা বাঁচি বিভক্তি নিয়ে,
হয়তো একদিন আবার কাছে আসার আশায়
অথবা শুধুই টিকে থাকার প্রয়াসে।