মুস্তফা হাবীব
অনুশ্রী, তুমি তো জানো একালের প্রজাপতি –
জোনাকিরা চিঠি লেখে না, চিরকুটে লেখে না
প্রিয়- প্রিয়তমাকে অভিসারের সময়সূচি,
হোয়াটস আপ, মুঠোফোন – ম্যাসেঞ্জারই যথেষ্ট।
তোমার আমার অভিসার যেনো আরেক রকম
নিরাপদ নির্জনে কোনো বিহার নয়, তাই
পথের দুধারে সটান দাঁড়িয়ে ফিসফিস করে
মেহগনি – চাম্বুল, দখিনা বাতাস, স্বর্ণা বালাম।
অব্যক্ত বেদনায় ঝরছে নীরবে বিষন্ন বার্তা
অনুশ্রী, তোমার চোখের বিমূর্ত ভাষা পড়ে,
পাথরগলা নদীর মতো আমি অশান্ত উন্মনা;
পঁচিশ বসন্তের বৃক্ষের মতো জেগে উঠি প্রাণে।
নাবলা কথা প্রস্ফুটিত হবার পূর্বেই ফুরোয় পথ
বিমর্ষ চিত্তে দুজন দুজনকে হারাই অলখে
নিরাপদ মাধবীকুঞ্জের সন্ধানে বেলা বয়ে যায়
শব্দহীন স্মৃতিলেখা ভাসে সুপ্ত কবিতার পয়ারে…